টিপস

আপনার ফোনটি বৈধ কি না জানুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:০৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই ডাটাবেজ সেবার উদ্বোধন করেছে মঙ্গলবার। এই সেবা চালুর ফলে অবৈধ মোবাইল ফোন শনাক্ত বা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করা যাবে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) উদ্যোগে এই ডাটাবেজ নির্মিত হয়েছে।

আপনার মোবাইল ফোনটি অবৈধ কি না তা যাচাই করতে প্রথমে মোবাইল ফোনটির আইএমইআই নম্বর বের করতে হবে। এ জন্য আপনাকে ডায়াল করতে হবে: *#০৬#। ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। এ জন্য কোনো খরচ হবে না। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন। এ ছাড়াও ফোনটি অফ করে ব্যাটারি খুলেও আইএমইআই নম্বর বের করতে পারবেন। নতুন মোবাইল ফোনের বাক্সেও এই নম্বর দেওয়া থাকে।

এরপর মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখুন। এবার ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।

ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বৈধভাবে বাংলাদেশে এসেছে নাকি অবৈধভাবে বাংলাদেশে এসেছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :