গোমাইয়ে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৪৩

সুনামগঞ্জ প্রতিবেদক

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের গোমাই নদীতে নাব্য সংকটের কারণে নৌযান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন নৌ শ্রমিকরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালু-পাথর ব্যবসায়ীরা।

জানা যায়, সুরমার একটি শাখা এই গোমাই নদী। মধ্যনগর হয়ে পার্শ্ববর্তী নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সোমেশ্বরী নদীতে মিলিত হয়েছে এটি। প্রতিদিন মালবাহী নৌকা চলাচল করে এই নৌপথে। গোমাই নদীতে নাব্য সংকট এখন চরম আকার ধারণ করায় নৌচলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গোমাই নদীটি খনন প্রয়োজন।

আলীম উদ্দিন সাজিদ মিয়াসহ নৌশ্রমিকরা জানান, এই নদীর পানি কমে যাওয়াতে মালামাল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সঠিক সময়ে আমরা মালামাল গন্তব্যে পৌঁছে দিতে পারছি না।

মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, দ্রুত নদীটি খনন করা উচিত। না হয়ে নৌ-মালিক ও শ্রমিকরা এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়বে।