মানিকগঞ্জে শিশু জুবায়ের হত্যার বিচার দাবি

মানিকগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৮

মানিকগঞ্জে সাত বছরের শিশু জুবায়েরকে অপহরণের পর হত্যা মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের সহপাঠী, শিক্ষক, এলাকাবাসী ও স্বজনরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলার চাচিতারা-সাভার-মানিকগঞ্জ সড়কের জালশুকা নাশুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর একই স্থান থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি চাচিতারা-সাভার-মানিকগঞ্জ সড়ক হয়ে আশপাশের গ্রাম প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

গত ১৭ জানুয়ারি বিকালে খেলনা কিনে দেয়ার কথা বলে একই এলাকার মাহিদুর, উজ্জ্বল, রুমি ও শহিদুল সাত বছরের শিশু জুবায়েরকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের লেবু ক্ষেত থেকে জুবায়ের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে র‌্যাব-৪। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে র‌্যাব। জুবায়েরের বাবা সামছুল হক বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :