হবিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:২৮

হবিগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

হবিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া।

রোজিনা একই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় রোজিনার জা সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত রোজিনার সঙ্গে তার ভাসুর আব্দুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। পরে এক পর্যায়ে রাতের কোন এক সময়ে ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন মিলে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

সালমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও ওয়াদুদ পলাতক বলে জানান এসআই শাহিদ মিয়া।
ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ইএস