ঘুষ দিতে এসে আনসার কমান্ড্যান্ট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩৬

দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ঘুষ দিতে গিয়ে ধরা খেয়েছেন নীলফামারী জেলা আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমান। তিনি ঘুষ দিতে গিয়েছিলেন চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশন-দুদক কার্যালয়ে।

বৃহস্পতিবার আশিকুরের আটক হওয়ার বিষয়টি দুর্নীতিবিরোধী সংস্থাটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে গণমাধ্যমকে। এতে জানানো হয়, অনুসন্ধানের বিষয়ে দুদক অফিসে উপস্থিত হয়ে আনসার কর্মকর্তা নগদ এক লাখ টাকা ঘুষের বিনিময়ে তাঁর অনুকূলে অনুসন্ধান নি®পত্তি করার প্রস্তাব দেন। অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক জাফর সাদেক শিবলী ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এরপরই চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সহায়তায় এক লাখ টাকা ঘুষসহ আশিকুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয় বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘দুর্নীতির সাথে জড়িত হলে তিনি আর সরকারি কর্মচারী থাকেন না। সরকারি কর্মকর্তার মর্যাদা রাখতে হলে অবশ্যই ঘুষ দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুদক ঘুষ প্রদান ও গ্রহণের ঘটনাগুলো হাতেনাতে ধরার জন্য কঠোর গোয়েন্দা নজরদারি করছে।’

দুদকের কর্মকর্তারা জানান, বিসিএস আনসার ক্যাডারের এই কর্মকর্তা ১৭ নং আনসার ব্যাটালিয়ন বান্দরবানের অধিনায়ক হিসেবে কমর্রত থাকা অবস্থায় একটি টেন্ডার অনিয়মের সঙ্গে জড়িত হন বলে তথ্য আছে। আর দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অনুসন্ধান শুরু করে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

প্রবাসীদের ফেসবুক-ইনস্টাগ্রাম হ্যাক করে ব্লাকমেইলিংয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ, দুজন গ্রেপ্তার

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :