অমর একুশে গ্রন্থমেলা ২০১৯

জামশেদ নাজিমের ‘গল্পটির বাকি অংশ’

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:৩২

আজ প্রজাপতির সাথে দেখা হবে। বিষয়টা খুব সাধারণ নয়, রঘুর কাছে এভারেস্ট জয়ের চেয়েও দুর্লভ আনন্দের। এত বছর পর আজ প্রথম রঘু প্রজাপতিকে খুব কাছ থেকে দেখতে পাবে। প্রজাপতির চোখে চোখ রাখতে পারবে রঘু।

রিকশায় উঠে বার বার নিজেকে দেখছে রঘু। প্রজাপতির সাথে দেখা হবে বলেই রঘু নিজেকে খুব যত্ন করে সাজিয়েছে। স্কাই ব্লু ডেনিম এর সাথে সাদা টি-শার্ট। চোখে সান গ্লাস। চকলেট কালারের লোফারও জানান দিচ্ছে রঘুর মনে আজ রং লেগেছে। অফিসের এন্ট্রি গেইটে নাসিমের সাথে দেখা। নাসিমের পলকহীন দৃষ্টি। কিছু বলতে চায়, কিন্তু কি বলবে কিছু বুঝতে পারছেনা। নাসিমের বিষ্মিত দৃষ্টির সামনে দাঁড়িয়ে রঘুই বলে উঠলো⁃ ‘কিরে আমাকে মনে হয় প্রথম দেখলি?’

সমাজিক চিত্র, কখনো প্রেম, কখনো নিজের সন্তানকে হত্যা আবার ভালোবাসার মানুষের সন্তানকে বাঁচাতে মৃত্যুপুরীতে ঝাপ দেওয়াসহ চলমান বিভিন্ন ঘটনা আবেগী ভাষায় প্রকাশ পাবে ‘গল্পটির বাকি অংশ’ নামক উপন্যাসে। জামশেদ নাজিম একজন পেশাদার সাংবাদিক। অনুসন্ধানী রিপোর্টে তার রয়েছে বেশ দক্ষতা। বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছেন তিনি। বেসকাররি টেলিভিশন চ্যানেল-জিটিভির ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তবে নিজেকে তথ্য-ভিক্ষুক বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

ফেসবুকে খণ্ড খণ্ড লেখা পোস্ট দিয়ে কাছের মানুষদের কাছে লেখক হয়ে উঠেন জামশেদ নাজিম। রঘু-প্রজাপতি চরিত্র নিয়ে তিনি লিখতেন ফেসবুকে। বেশ জনপ্রিয়তা পায় তার এই ফেসবুককেন্দ্রীক চরিত্রদ্বয়। রঘু-প্রজাপতির সেই গল্প নিয়ে গত বই মেলায় মলাটবন্দী হয় তার প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’ সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালোবাসাসহ সমাজের নানা দৃষ্টিকোণ ফুটে উঠেছে তার লেখায়।

এরই ধারাবাহিকতায় ‘গল্পের বাকি অংশ’ উপন্যাসটি রচনা করেন তিনি। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা দাঁড়িকমা। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ সালাম চত্তরে প্রকাশনীর ২৩৪ নং স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে ‘গল্পটির বাকি অংশ’ উপন্যাসটি।

গল্প প্রসঙ্গে জামশেদ নাজিম বলেন, ‘একটি গল্পের গল্প’ নামের উপন্যাসে সমাজের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো দাগ কাটতো মানুষের মনে, সেই ঘটনাগুলোই রঘু-প্রজাপতির কথা আর চরিত্রে প্রকাশ করেছি। তিনি বলেন, উপন্যাসটিতে রয়েছে বেশ রোমান্টিকতার ছাপ, আবার কখনো রহস্যময় চরিত্র। মুলত রঘু প্রজাপতির চরিত্রের মাধ্যমে প্রতিবছর একটি উপন্যাস আসবে। আগামী বই মেলায় ‘গল্পটির শেষ অংশ’ নামের নতুন গল্প আসবে, সেখানেও রঘু প্রজাপতি থাকবে বলে আশা প্রকাশ করে জামশেদ নাজিম।

বইটি সম্পর্কে দাঁড়িকমা প্রকাশনীর কর্ণধার আবদুল হাকিম নাহিদ বলেন, এবারের বই মেলার প্রথম দিন থেকেই সাংবাদিক জামসেদ নাজিমের লেখা বইটি দাড়ি কমার স্টলে পাওয়া যাবে। আশা করছি বইটি প্রথম উপন্যাসের মতো পাঠকের মনে ঠাই করে নেবে।’ পাঠকের কথা মাথায় রেখে এবারের বই মেলায় ‘একটি গল্পের গল্প’ উপন্যাসটির ৩য় সংস্করণ পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :