রাবিতে ১২ শিক্ষার্থী পেল কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থী পেয়েছেন কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার অনুষদ আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। 

বিশ্ববিদ্যালয় ডিন্স কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হকের সভাপতিত্বে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান প্রধান অতিথি ছিলেন।

সূত্র জানায়, কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়। 

এবার ডিনস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন আসমা আক্তার (দর্শন), কে এম আব্দুল্লাহ আল আমিন রাব্বী (ইতিহাস), তাহেনাজ পারভীন বিভা (ইংরেজি),নীলুফা ইয়াসমীন (বাংলা), তামান্না সিদ্দিকী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবু বকর সিদ্দিক (আরবি), মাহবুবুর রহমান (ইসলামিক স্টাডিজ), উম্মে কুলসুম (সঙ্গীত),তাশহাদুল ইসলাম তারেক (নাট্যকলা),মোসলেমা খাতুন (ফারসি ভাষা ও সাহিত্য), কিরণ দেবী (সংস্কৃত) ও  সুমাইয়া সুলতানা (উর্দু)।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)