সিরাজগঞ্জে পিকআপচাপায় জবি ছাত্র নিহত

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:২২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তার নাম এ.এস.এম জুলহাস। এ সময় তার বড় ভাই এ.কে.এম জাকারিয়া গুরুতর আহত হন। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এ.এস.এম জুলহাস বগুড়া জেলার বিন্দাবন পাড়ার তারাজুল ইসলামের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বগুড়ায় যাচ্ছিলেন জুলহাস ও তার বড় ভাই জাকারিয়া। তারা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় পৌঁছলে একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জুলহাসের মৃত্যু হয়।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ ইএস