স্পেনে নারীনেত্রী রেহনুমাকে সংবর্ধনা

জাহিদুল আলম মাসুদ, স্পেন
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১৬:৩৯

স্পেন সফরে এসে সুনামগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নারীনেত্রী রেহনুমা রব্বানী ভাষা এবং সহকারী সিনিয়র সচিব খন্দকার মোদাচ্ছির বিন আলী।

২২ জানুয়ারি মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এ সংবর্ধনা এবং মতবিনিময় সভার আয়োজন করে সুনামগঞ্জবাসী।

এতে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা দবির তালুকদার।

আবু তাহের মিসবাহের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, সাংবাদিক জিদ্দি চৌধুরী, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউনিটি নেতা এমদাদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম আলম, তরুণ রাজনীতিবিদ আবু জাফর রাসেল, কানেক্ট বাংলাদেশ স্পেনের প্রধান সমন্বয়ক নুরুল আবছার, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনামুল ইসলাম এনাম, সহ-সভাপতি আছাদুজ্জামান আসাদ, আইনজীবী তারিকুল ইসলাম তারেক।

অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলওয়াত করেন আমির হুসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- হারুন মিয়া, সম্রাট আলম., সাইদুল আবেদীন মামুন, আব্দুর রাজ্জাক, রায়হান আহমেদ, ইকবাল হুসেন, ইমরান, খালেদ আহমেদ, মারুফ আহমেদ, কাজী মুজিবুর রহমান মুজিব, সাইদুল হক টিপু, সৌরভ, আদনান প্রমুখ।

সংবর্ধিত ব্যক্তিদ্বয় বলেন, প্রবাসে বাংলাদেশ মানমর্যাদা তুলে ধরছেন ব্যক্তিগত উদ্যোগে। এখানে আপনাদের পাওয়ার কিছু নেই, আছে শুধুমাত্র দেশ প্রেম এবং ভালোবাসা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :