মাগুরায় বিনামূল্যে পাঁচ হাজার রোগীর চক্ষুসেবা

মাগুরা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯

মাগুরা শহরের আদর্শ কলেজ মাঠে শুক্রবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প। আন্তর্জাতিক সেবা সংস্থা আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহায়তায় ঢাকার আল নূর চক্ষু হাসপাতাল এই ক্যাম্পের আয়োজন করেছে।

এই ক্যাম্পের মাধ্যমে মাগুরায় পাঁচ হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া হবে। এছাড়া বাছাইকৃত ৬০০ জনকে স্থানীয় চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।

ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশ করবেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আব্দুল্লাহ, ডা. আবু সাঈদ ও মো. নুরুজ্জামান। সকাল থেকে কয়েক হাজার রোগী আদর্শ কলেজ মাঠে ফ্রি ক্যাম্পে চোখের চিকিৎসা নিতে উপস্থিত হন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা নিজেদের সন্তুষ্টির কথা জানান।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :