‘হাওরের মানুষের কষ্ট বুঝেন প্রধানমন্ত্রী’

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:১৬

প্রধানমন্ত্রী হাওরের মানুষের কষ্ট বুঝেন। তাই হাওরে ধান লাগানো হয়েছে কিনা, কোন অভাব আছে কিনা- তার খোঁজ নেন তিনি।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেলার তাহিরপুর উপজেলা আ,লীগ আয়োজিত সংবর্ধনা ও বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। আমি কথা দিলাম ছাতক থেকে সুনামগঞ্জ রেললাইন করব। আমাদের সরকারে আমলেই তা বাস্তবায়িত হবে।’

তিনি আরো বলেন,‘প্রধানমন্ত্রীর পরিশ্রম আর সততার মধ্যদিয়ে দেশের উন্নয়ন করায় জনগণ আমাদেরকে নজরে রেখেছে। তাই নির্বাচনে আমরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’

তাহিরপুর উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :