আশরাফের আসনে ছোট বোন লিপি

তানিম আহমেদ, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৯, ০৮:৫৩
ক্যাপশন: গণভবনে প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন শেখ রেহানার সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামের দুই বোন সৈয়দা জাকিয়া নূর লিপি (বাঁয়ে) এবং সৈয়দা রাফিয়া নূর রূপা (ডানে)

প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ আসনে ৩০ ডিসেম্বরের ভোটে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মশিউর রহমান হুমায়ুন। আগামী ২৮ ফেব্রুয়ারির ভোটের জন্যও তিনি তুলেছেন দলের মনোনয়ন ফরম। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানাচ্ছেন, এবার পাল্টাতে পারে প্রার্থী।

৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে সৈয়দ আশরাফের দুই ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শাফায়েতুল ইসলাম, চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলামও কিনেছিলেন মনোনয়ন ফরম। বোন সৈয়দা জাকিয়া নূর লিপি সে সময় আগ্রহী ছিলেন না। তবে এবার তিনি ভোটে আগ্রহী। আর তাকে ঘিরেই চলছে আলোচনা।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হবে। যদিও আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, লিপির হাতেই উঠতে যাচ্ছে মনোনয়ন।

সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান লিপি ও তার ছোট বোন রাফিয়া নূর রুপা। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এরপরই লিপির মনোনয়ন পাওয়ার বিষয়টি চাউর হয়।

লিপি একজন চিকিৎসক। তিনি যুক্তরাজ্যে থাকতেন। সে দেশের ন্যাশনাল হেলথ সেন্টারে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। যুক্তরাজ্যের পাসপোর্টও ছিল। তবে সেটি সারেন্ডার করেছেন এরই মধ্যে।

৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য ওই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। তবে এবার সংখ্যাটা কমে এসেছে। সব মিলিয়ে সাতজন তুলেছেন মনোনয়ন ফরম।

যারা ফরম তুলেছেন তাদের মধ্যে আশরাফের ভাই শাফায়েত, বোন লিপি ছাড়াও আছেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী, রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহম্মেদ তুহিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগের সহপাঠাগার সম্পাদক এম এ হান্নানও।

আওয়ামী লীগের সভাপতিম-লীর একাধিক নেতা ঢাকা টাইমসকে জানান, ৩০ ডিসেম্বরের বিকল্প প্রার্থীর পাশাপাশি আশরাফের পরিবারের মধ্যেও মনোনয়ন রাখার সম্ভাবনা রয়েছে। আর আশরাফের পরিবারে মনোনয় গেলে সবচেয়ে বেশি সম্ভাবনা বোন লিপির।

জানতে চাইলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলা একজন নেতাও ঢাকা টাইমসকে বলেন, ‘মনোনয়ন লিপি আপার দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। তিনি প্রার্থী হলে আমি অবশ্যই স্বাগত জানাব। আশরাফ ভাইয়ের কাছের একজন প্রার্থী হোক এটা আমিও চাই।’

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সৈয়দ নজরুল ইসলাম পরিবারের একজনই পাচ্ছেন মনোনয়ন। আর ইঙ্গিত পেয়েই লিপি দেশে চলে আসছেন।’

সৈয়দা জাকিয়া নূর লিপি প্রথমে সিলেট এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাজ্যে যান। ছাত্রজীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে মনোনয়ন। বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। ৩০ ডিসেম্বরের ভোটে বিপুল ভোটে জয়ী সৈয়দ আশরাফ চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডে মারা যান গত ৩ জানুয়ারি। তিনি শপথ না নেওয়ায় উপনির্বাচন নয়, কিশোরগঞ্জ-১ আসনে হবে পুনর্নির্বাচন। ওই আসন থেকে আশরাফ ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালেও জিতেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কঠিন দুঃসময় চলছে: মির্জা ফখরুল

খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :