ফরিদপুরে চিনিকল আখ চাষিদের বিক্ষোভ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৪৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আখের বকেয়া মূল্য পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন ফরিদপুর চিনিকলের আখ চাষিরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিনিকলের মিল গেটে এই কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর চিনিকল আখ চাষি কল্যাণ সংস্থার আয়োজনে এই কর্মসূচিতে চার হাজার চাষি অংশ নেন।

পরে মির্জা মুরাদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- সিরাজুর ইসলাম, ওহিদুজ্জামান, রেজাউল করিম, আব্দুর রহিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চিনিকলের কাছে চাষিদের পাওনা ৯ কোটি টাকা অতি সত্ত্বর পরিশোধ করতে হবে। একই সঙ্গে শিউরক্যাশের মাধ্যমে চাষিদের পাওয়া টাকার প্রতিটি ভাউচারের ১০ টাকা কর্তন বন্ধসহ যথাসময় কৃষিসামগ্রী সরবরাহ করতে হবে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)