‘নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:২৭

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা নারী সেল। একই সঙ্গে নিপীড়কদের শাস্তিও দাবি করেন তারা।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন নারী সেলের আহবায়ক কমরেড রেখা চৌধুরী।

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, শিক্ষক নেতা উত্তম চৌধুরী, কমরেড অমৃত বড়ুয়া, স্বপ্না তালুকদার, শীলা দাশগুপ্ত, ছাত্র নেতা অটল ভৌমিক।

বক্তারা বলেন, নারী-বালিকা-কিশোরী-যুবতী-শিশু কেউই দুর্বৃত্তদের নির্মম অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। ক্ষেত্র বিশেষে দেখা যায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলেও অধিকাংশ ক্ষেত্রে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয় না।

বক্তারা আরো বলেন, সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এখনো মধ্যযুগীয় পর্যায়ে রয়ে গেছে। শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরিব সকলের মধ্যে উদাসীন-উন্নাসিক ভাব পরিলক্ষিত হয়। সামন্ততান্ত্রিক মনোবৃত্তির নষ্ট মানসিকতার সমাজ এখনো আচ্ছন্নময়। এই অপকর্মের বিরুদ্ধে রাজনৈতিক উদ্যোগের সাথে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :