খুলনায় এক মাসে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩৯

ব্যুরো প্রধান, খুলনা
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:১১

খুলনায় মাদকবিরোধী অভিযানে গত এক মাসে ২৩৯ জন মাদকবিক্রেতা ও সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ৩০ দিনে মহানগরীতে ২৩৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে দুই হাজার ৭১৮ পিস ইয়াবা, দুই হাজার ৯৫ গ্রাম গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ২১৩.৫ লিটার চোলাই মদ, আড়াই লিটার অ্যালকোহল, দুই বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার, তিন বোতল কেরু, তিন বোতল হুইস্কি এবং পাঁচ লিটার ডিনেচার্ড স্পিরিট।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম মহানগরীতে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তার তত্ত্বাবধানে এ অভিযান চলছে বলে জানান কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু।

কেএমপি ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে আমরা মাদক দমন করবো। ‘মাদক নির্মূলে আমরা সফল হবো’ বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএএইচ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :