‘অনেক দলকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়’

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯, ২২:০৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, ‘ভুল রাজনীতির কারণে বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দলকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়। বিএনপি এতো ভ্রান্ত রাজনীতি করেছে এবং আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে এখন ভাড়ায় তাদের নেতা এনে দল চালাতে হচ্ছে।’

শ‌নিবার বেলা ১১টায় গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি‌তে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির প্রধান খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, দ্বিতীয় প্রধান তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত, ভাড়া করে ড. কামাল হোসেনকে নিয়ে আসা হয়েছে। তিনিও নির্বাচন করেননি। মানুষ তো বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি তাদের বিপর‌্যয়ের অবস্থা বুঝতে পেরেই নির্বাচনে আসছে না।’

আগামী নির্বাচনগুলোতে বিএনপির নির্বাচনে না আসার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা কাউকে আমন্ত্রণ করে বাড়ি থেকে নিয়ে আসব না। তারা (বিএনপি) এসে জনগণের মতামতেরভিত্তিতে তাদের যোগ্যতা আছে কিনা, তা প্রমাণ করার দায়িত্ব বিএনপির। তারা নির্বাচনে অংশগ্রহণ করলে প্রমাণিত হবে বিএনপিকে মানুষ চায় কি চায় না।’

এর আগে তি‌নি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন। 

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, পিএন্ডডির নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)মির্জা শিবলী মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/ম)অলীদুল ইসলাম খানসহ মন্ত্রীর নির্বাচনী এলাকা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)