‘মাদক নির্মূল করতে না পারলে চুড়ি পরে চলে যাব’

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১২

মাদকবিরোধী সমাবেশে কুষ্টিয়ার পুলিশ সুপার এম এস তানভীর আরাফাত বলেছেন, ‘কে মাদক ব্যবসা করে আমাদের বলেন, আমাদের তথ্য দেন। মাদক যদি নির্মূল করতে না পারি তাহলে এই জেলা হতে হাতে চুড়ি পরে চলে যাব।’

জেলার দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসভায় শনিবার দুপুরে তিনি এ কথা বলেন। দৌলতপুর থানার আয়োজনে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।

পুলিশ সুপার বলেন, ‘আপনারা হয়তো দেখেছেন- আজকে কুষ্টিয়ায় এক মাদক ব্যবসায়ী শুয়ে গেছেন। এরকম যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তারাও আশা করি শুয়ে যাবেন।’

মাদকের সাথে নো-কম্প্রোমাইজড উল্লেখ করে তিনি বলেন, ‘এমনকি আমার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য যদি মাদককে পশ্রয় দেয়, তাহলে সেই পুলিশকে এই জেলায় তথা পুলিশেই চাকরি করতে দেব না।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মাদক থাকতে পারবে না। আপনারা সবাই মিলে চেষ্টা করেন কিভাবে মাদক নির্মূল করা যায়। যদি কেউ মাদক ব্যবসা ছেড়ে ফিরে আসতে চায়, আমি তাদের স্বাগত জানাব।’

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় আসনের জাতীয় সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :