বন্দুক হাতে দুই প্রিয়দর্শিনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬

‘ব্লাড রোজ’- এর দুটো অর্থ হতে পারে। একটা রক্তাক্ত গোলাপ অন্যটা লাল গোলাপ। যেহেতু রেদোয়ান রনির নতুন শর্টফিল্মটি থ্রিলার নির্ভর সেহেতু ‘রক্তাক্ত গোলাপ’ই যুতসই অনুবাদ। থ্রিলার গল্প মানেই ভরপুর সাস্পেন্স। এ কারণেই নির্মাতা তার নতুন শর্টফিল্মটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। দেননি গল্পের বাঁকবদলের সামান্যতম ইঙ্গিত।

শনিবার রাজধানীর উত্তরায় হয়ে গেছে রনির নতুন এই স্বল্পদৈর্ঘ্যের শুটিং। এই সিনেমায় চমক হিসেবে থাকছে জনপ্রিয় উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা এবং গায়িকা, অভিনেত্রী ও করপোরেট ব্যক্তিত্ব মিথিলার একই ফ্রেমে অন্তর্ভুক্তি। এর আগে একসঙ্গে এই দুই অভিনেত্রীকে দেখা যায়নি।

দুজন সুন্দরীর হাতে অস্ত্র তুলে দিলেন কেন? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘অস্ত্র কেন তুলে দিলাম সে আলাপে না গিয়ে আমরা বরং কথা বলি পার্থিব বাস্তবতা নিয়ে। মানুষকে সময়ের প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হয়। এটা সমস্ত পৃথিবীর দৃশ্যপট। টিকে থাকার জন্য, বদলা নেওয়ার জন্য, আবার স্বাভাবিক মানসিক ভারসাম্য হারিয়েও কেউ কেউ খুনী হয়ে ওঠেন।’

নির্মাতা বেলেন, ‘তবে ঠিক কী কারণে দুই সুন্দরীর হাতে অস্ত্র তুলে দিলাম এটা ১৫ মিনিটের গল্পটা দেখা শেষে দর্শক ঠিক করবেন। একেক জন দর্শক একেকভাবে বর্ণনা করবেন। দর্শকের মতামতের উপর ভিত্তি করে আমি প্রকৃত সিদ্ধান্তে পৌছাবো। নির্দিষ্ট করে বলতে পারব কেন অস্ত্র তুলে দিলাম তাদের হাতে। ’

একসঙ্গে মিথিলা ও নাবিলার অন্তর্ভুক্তি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘সিনেমাটির গল্পের সঙ্গে এরা দুজন একদম মানানসই। এ কারণেই এই দুজনকে একত্রিত করেছি।’

নাবিলা-মিথিলা ছাড়াও এই চলচ্চিত্রে আরও দেখা যাবে ইরেশ জাকের ও মনোজ প্রামানিককে। ‘ব্লাড রোজ’-এর গল্প লিখছেন তাসনিমুল তাজ, চিত্রনাট্য ও পরিচালনা রেদওয়ান রনির। বেঙ্গল ক্ল্যাসিক চায়ের পৃষ্ঠপোষকতায় এটি শিগগিরই আইফ্লিক্সে দেখা যাবে।

ঢাকা টাইমস/২৭ জানুয়ারি/আরআর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :