‘প্রত্যেক পরিবারে সরকারি চাকরি দেয়া হবে’

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩০

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, কোনো পরিবারই চাকরিহীন থাকবে না। দেশের প্রত্যেক পরিবারে একজনকে সরকারি চাকরি দেয়া হবে।

রবিবার দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন বিশে^র রোল মডেল। আমরা পৃথিবীতে প্রথমসারির নাগরিক হতে চাই। এজন্য আমাদের জেনারেল শিক্ষার পাশা-পাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে।

তিনি বলেন, এক সময় গ্রাম এলাকায় মানুষ বলতেন ‘মাগো একটু ফেন দেন’ এখন আর এসব লোকদের দেখা যায় না। দেশ অনেক উন্নত হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর আমাদের দেশে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাশং। আর এখন ২০ শতাংশ। আগামী ৫ বছরে এর হার আরো ১০% কমিয়ে আনা হবে।

তিনি বলেন, শুধু পড়া লেখা করলেই হবে না, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়াটা হলো বড় সাফল্য। শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মাঝে বন্ধন সৃষ্টি করতে হবে। যদি মানুষের মাঝে বন্ধন সৃষ্টি না করতে পারো তাহলে জীবনে ভালো মানুষ হওয়া যাবে না।

আওয়ামী লীগের এ সাংসদ আরো বলেন, আমাদের সময় শেষ। এখন এ দেশের নেতৃত্ব তোমাদের দিতে হবে। এজন্য ভালোভাবে লেখা পড়া শিখে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে হবে।

বিদ্যালয়ের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরুর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খালেদুর রব মিঠু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. সেলিম মিয়া, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ারা হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. আকবার হোসেন।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :