গাজীপুরে তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৩

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার এলাকায় তিনটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতি ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালতের বিচারক ইট তৈরির বিভিন্ন মালামাল ধ্বংস করেন।

ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবৈধ ইটভাটাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মুজাহিদ, গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খানসহ স্থানীয় পুলিশ প্রশাসন।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ইএস