হ্যাকাররা চালাচ্ছে আইরিনের ফেসবুক

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৬ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৪

বাংলাদেশে ফেসবুক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। শোবিজ ও ক্রীড়া জগতের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ- এদেশে অগণিত ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। খুব সহজেই এই মাধ্যমে একে-অন্যের সঙ্গে যোগাযোগ করা যায়। কিন্তু জনপ্রিয় এই মাধ্যমটিই মাঝেমধ্যে ব্যবহারকারীদের গলার কাঁটা ও বিরক্তির কারণ হয়। কেউ আবার পড়েন হ্যাকারদের কবলে।

সম্প্রতি সেই হ্যাকারের ফাঁদেই পড়েছে চলচ্চিত্র নায়িকা আইরিনের ফেসবুক আইডিটি। সংবাদমাধ্যমকে এই খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার আইডিটি চালু আছে। কিন্তু সেটির মালিকানা এখন আর আমার হাতে নেই। চালাচ্ছে অন্যরা। তারা আমার হয়ে বিভিন্নজনের সঙ্গে চ্যাট করছে এবং টাকা-পয়সা চাচ্ছে।’

নায়িকা আরও বলেন, ‘অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে, ওইটা আসলে আমি। এই পরিস্থিতিতে কী করব বুঝতে পারছি না। ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। এখন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বিষয়টা সবাইকে জানাতে চাই। যাতে আমার কোনো আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী বিভ্রান্ত না হন।’

এর আগে গত বুধবার ফেসবুক ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তবে তার বিষয়টি ভিন্ন। গায়িকা দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ফেক আইডি খোলা হয়েছে। সেই আইডিগুলো থেকে বিভিন্নজনের সঙ্গে চ্যাট করা হয়। পরে দেখা হলে নাকি বলেন, ‘আপা আমাকে চিনতে পারছেন না। আমি আপনার সঙ্গে চ্যাট করি।’

সেসব নকল ন্যান্সিদের কারণে বিরক্ত হয়ে ফেসবুক ব্যবহার করা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন আসল ন্যান্সি। এর চেয়ে বরং গান ও পরিবারের পেছনে সময় দেওয়াকেই যুক্তিযুক্ত মনে করেন জনপ্রিয় এই সংগীত তারকা। কণ্ঠশিল্পী এও জানান, পরিস্থিতি কোনোদিন ইতিবাচক হলে আবার তিনি ফেসবুকে আসার চিন্তাভাবনা করবেন।

ঢাকা টাইমস/২৭ জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :