‘হলুদ সাংবাদিকতা এখন জাদুঘরে’

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢকাটাইমস

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটি। রবিবার দুপুরে ডিএমপির সদরদপ্তরে এই মতবিনিময় সভায় ক্র্যাবের নেতাদের মধ্যে ছিলেন কমিটির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দিপু সরোয়ার।
ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘বর্তমান সভাপতি অত্যন্ত স্পষ্টভাষী ও পেশাদার একজন প্রবীণ সাংবাদিক। অতীতে সাংবাদিকদের সঙ্গে তুচ্ছ ঘটনায় পুলিশের মনোমালিন্য ঘটনা ঘটলেও এখন এগুলো শুধুই অতীত। এখনকার সম্পর্ক অনেক চমৎকার। বর্তমানে সাংবাদিকতা পেশায় আপনারা আমূল পরিবর্তন এনেছেন। হলুদ সাংবাদিকতা এখন জাদুঘরে। নবীন, কর্মঠ ও শিক্ষিত তরুণরা সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন, যা আমাদের সাংবাদিকতা পেশার জন্য ভালো দিক। সর্বাবস্থায় দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে। আমাদের অনেক আন্তর্জাতিক মানের ভালো সাংবাদিক রয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করব। ডিএমপির সর্বোচ্চ সমর্থন আপনাদের পাশে থাকবে।’

ক্র্যাবের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ৩৭ বছরে চাকরি জীবনে পুলিশের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। ক্র্যাব পুলিশের সঙ্গে পরিবারের মতো কাজ করে যাচ্ছে। পুলিশের সঙ্গে মিডিয়ার সম্পর্ক খুবই চমৎকার। আধুনিক যুগে পুলিশের সঙ্গে মিডিয়ার যে সম্পর্ক তা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে। আমরা আশা করি আমাদের এই কমিটি চলমান সময়ে পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করবে।’

এই সাংবাদিক নেতা বলেন, ‘বর্তমানে নেগেটিভ নিউজকে নিউজ বলে মনে করা হয় না। দেশের স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে আমরা লিখি। শক্ত করে লিখি দেশ ও প্রতিষ্ঠানকে বাঁচাতে। অতীতের মতো ক্র্যাবের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় থাকবে।’

অনুষ্ঠানে ক্র্যাবের সহ-সভাপতি মিজান মালিক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী,  (ট্রাফিক) মীর রেজাউল আলম, (ক্রাইমস অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, উপ-কমিশনার মাসুদুর রহমান ও ক্র্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এএ/জেবি)