চার দিন ধরে পানিশূন্য হাসপাতাল

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ২০:০৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯, ২০:১৩

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ। সাবমারসাবেল পাম্পের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বক্সে ত্রুটি হওয়ায় বৃহস্পতিবার সকালে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

রবিবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পানি সরবারহ বন্ধ ছিল। আর এতে চরম দুর্ভোগে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের স্টাফদের জন্য গভীর নলকূপ ও খালের পানি দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা সাগর হোসেন বলেন, ‘আমি অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার বিকালে এখানে ভর্তি হই। হাসপাতালে পানি না থাকায় আমাদের খুবই অসুবিধা হচ্ছে’।

চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম বলেন, ‘কলস অথবা বোতলে করে টিউবয়েলের পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এটা অনেক কষ্টের।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামারুজ্জামান সোহাগ বলেন, ‘পানির পাম্পে সমস্যার সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি আজ অথবা কালকের মধ্যে সমস্যার সমাধান করা যাবে’।
উপকূলীয় উপজেলাটিতে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ৩১ শয্যার হাসপাতালটি। ২০১৫ সালে এটি ৫১ শয্যায় উন্নীত করা হয়।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিবেদক/ডব্লিউবি