জবি শিক্ষক সমিতি

আ.লীগপন্থীদের জয়ের লড়াইয়ে নির্ণায়ক বিএনপিপন্থীরা

ইসরাফিল হোসাইন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিএনপি-জামায়াতপন্থীরা ভোটে অংশ না নিলেও সরকার সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে লড়ছেন ভোটের লড়াইয়ে।

নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় দুটি আলাদা প্যানেল ঘোষণা করে নির্বাচনী প্রচারে আছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা। সাদা দল নির্বাচনে না আসায় তাদের তালিকাভুক্ত ১০৯টি ভোট এবার নির্বাচনে জয়-পরাজয়ের নির্ণায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, সুবিধা আদায়ের প্রতিশ্রুতি নিয়ে তারা একযোগে একটি প্যানেল বেছে নিতে পারেন।

বিএনপি-জামায়তপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক রঈস উদ্দিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রথম থেকে সাদা দলের অংশগ্রহণ ছিল। কিন্তু বর্তমানে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকায় গত দুই নির্বাচন থেকে সাদা দল অংশগ্রহণ করছেন না।’

তবে সাদা দল নির্বাচনে অংশ না নিলেও ভোট দেবে। আওয়ামী লীগ পন্থী দুই দলের মধ্যে যারা যোগ্য এবং শিক্ষকদের জন্য কাজ করবে তাদেরকেই ভোট দেব আমরা।’

২০১৭ সালের জুলাই মাসে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের দুটি অংশ পাল্টাপাল্টি কমিটি গঠন করে। এর আগেও নীল দলের দুটি পক্ষ ছিল। তবে আলাদ কমিটি নয়। এই বিভক্তির পর থেকে দুটি পক্ষ প্রকাশ্যে একে অপরের বিরোধিতা শুরু করে।

এক অংশের সভাপতি আইনুল ইসলাম ও অপর অংশের সভাপতি জাকারিয়া মিয়া। নীল দলের নেতারা বলছেন, দুই পক্ষ মিলে একটি প্যানেল তৈরি করতে চাইলেও সেটা সম্ভব হয়নি। নির্বাচনে নীল দলের একাংশের সভাপতি প্রার্থী জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল আলীম। ওপর অংশের সভাপতি প্রার্থী দীপিকা রানী সরকার ও সাধারণ সম্পাদক প্রার্থী নূর মোহাম্মদ।

শীর্ষ দুটি পদ ছাড়াও সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হতে যাচ্ছে। মঙ্গলবার শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুরঞ্জন কুমার দাস বলেন, ‘শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ, শিক্ষক সমিতিরি কার্যনিবাহী ২০১৯-এর নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।’

নীল দলের একাংশের সাধারণ সম্পাদক পদ প্রাথী নূর মোহাম্মদ ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা জয়লাভ করলে জগন্নাথ বিশ^বিদ্যালয়কে একটি মানসম্মত আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও শিক্ষকদের সকল সুবিধা নিশ্চিত করব।’

অপর অংশের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল আলীম বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের শক্তি। শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ও শিক্ষকদের উচ্চ শিক্ষা লাভের জন্য কাজ করে যাব। এছাড়া শিক্ষকদের জন্য বঙ্গবন্ধু স্কলারশিপের জন্য কাজ করে যাব।’

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :