বৃদ্ধাকে কুপিয়ে জখম, মামলা নেয়নি পুলিশ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৪২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের ডাসারে এক বৃদ্ধা ও তার মেয়েকে কুপিয়ে জখম করার ঘটনায় ডাসার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

তবে আহতের পরিবারের দাবি, মামলা করতে গেলে টাকা নিয়ে পরে অর্ধেক টাকা ফেরত দিয়ে মামলা নেয়নি পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের ওয়াজেদ ঢালী (৬০) ও তার স্কুলপড়ুয়া মেয়ে লামিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ওয়াজেদ ঢালীকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবারটির অভিযোগ, ‘এই ঘটনায় গুরুতর আহত ওয়াজেদ ঢালীর পরিবারের লোকজন ডাসার থানায় মামলা করতে গেলে পুলিশ মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে না পারায় মামলা নেয়নি।’

আহতর মেয়ে সনিয়া আক্তার বলেন, ‘আমার বাবাকে আব্দুর রহমান ও তার ভাই কুপিয়ে জখম করেছে। আমরা গরিব মানুষ। আমাদের কাছে ডাক্তার দেখানোর টাকাও নেই। আমরা মামলা করার টাকা দেব কোথা থেকে? পুলিশকে টাকা দিতে না পারায় আমাদের মামলা নেয়নি।’

আহতের স্বজন সোহাগ হোসেন বলেন, ‘আমি মামলা দিতে গেলে এক দারোগা আমার কাছ থেকে প্রথমে দশ হাজার টাকা নেয়। পরে মামলা না নিয়ে আমাদের পাঁচ হাজার টাকা ফেরত দেয় এবং উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখায়।’

বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন বলেন, ‘হামলা হওয়ার আশঙ্কাটি আহতের পরিবার পুলিশকে জানিয়েছিল। পুলিশ তখনই ঘটনাস্থলে এলে এই ঘটনাটি ঘটত না। পুলিশ তখন ফোন করে আমাকে মীমাংসা করে দিতে বলেছে। আমার বাড়ি অনেক দূরে। আমি আসার আগে ওই বৃদ্ধাকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।’

ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘বাদী পক্ষের অভিযোগে একজন সরকারি চাকরিজীবী থাকায় তার নাম বাদ দিয়ে মামলা দিতে বলেছি।’

টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন ওসি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)