কম দামের ফোন আনছে শাওমি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:১২

অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেমচালিত কম দামের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে শাওমি। এই ফোনটির নাম রেডমি গো।

ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট এবং ১ জিবি র‌্যাম থাকছে। এর স্টোরেজ হবে ৮ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

সাধারণত ১ জিবি র‌্যাম বা তার চেয়েও কম র‌্যামের ফোনে অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। শাওমির এই ফোনে অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।

শুরুতে শাওমির এই ফোনে ফিলিপাইনে এই রেডমি গো ফোনটি পাওয়া যাবে।

ইতিমধ্যে ফিলিপাইনের এক ওয়েবসাইটে রেডমি গো ফোনের স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। এই ফোন চলবে অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমের গো এডিশনে।

ছবি তোলার জন্য রেডমি গো ফোনে থাকছে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এতে এলইডি ফ্ল্যাশ এবং এইচডি আর মোড রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

কানেক্টিভিটির জন্য এই ফোনে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস রয়েছে। ব্যাকআপের জন্য আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :