একীভূত হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:১৮

একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার। সম্প্রতি তিনটি প্রতিষ্ঠানকে এক প্ল্যার্টফর্মে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। এ খবর প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমসে।

প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস বলছে, একই প্ল্যাটফর্ম থেকে এই তিনটি অ্যাপ ব্যবহার করা গেলেও আলাদাভাবে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার।

এই ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপে থাকবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন। এর ফলে চ্যাট যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, শুধু তিনি পড়তে পারবেন।

ফেসবুকের এক প্রতিনিধি জানিয়েছেন, ‘অনেকদিন ধরেই এই পরিকল্পনা চলছে। কীভাবে এই প্রক্রিয়া কাজ করবে, তা নিয়েও চলছে বিতর্ক।’

সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই তিন চ্যাট সার্ভিস এক হয়ে গেলে সুরক্ষায় গাফিলতি দেখা যেতে পারে।

চ্যাট সার্ভিস থেকে আরও বেশি তথ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে বিজ্ঞাপন পাঠানোর উদ্দেশ্যেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার একীভূত করা হচ্ছে। এ ছাড়াও ফেসবুক মেসেঞ্জারে অন্য গ্রাহকের সম্মতি ছাড়াই তাকে মেসেজ পাঠানো যায়। এই ফিচার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে প্রাইভেসি সমস্যা তৈরি করবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :