আলফাডাঙ্গায় পুলিশ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ১৬:৩৯

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ।

সোমবার বিকাল ৩টার দিকে এ উপলক্ষে আলফাডাঙ্গা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
থানা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার থানা চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আমিনুল হক বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, থানা ওসি নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)