যৌতুক লোভী এসআইয়ের চার বছরের কারাদণ্ড

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:২৪

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পুলিশের এক কর্মকর্তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত। সোমবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ আলী এই রায় দেন।

সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন রাজধানীর সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুর রহমান।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা আনতে স্ত্রী শিখা আক্তারকে চাপ দেন সুমন। মাদারীপুর শহরে বাড়ি তৈরির করবেন বলে স্ত্রীকে টাকা আনতে বলেন তিনি। এর আগে বিয়ের সময় শিখার পরিবার ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কার দেয়। এরপরও সুমন নতুন করে যৌতুক দাবি করেন। সুমনের দাবি করা টাকা আনতে অস্বীকৃতি জানায় শিখাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সুমন। পরে শিখা আক্তার বাদী হয়ে সুমনসহ পাঁচজনকে আসামি করে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

মামলার আইনজীবী বাবুল আখতার বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন ছিল। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামি সুমনকে চার বছর কারাদণ্ড দেন। একইসঙ্গে তার চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :