স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগপ্রত্যাশীরা আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪০

নিয়োগের দাবিতে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দেড় শতাধিক নিয়োগপ্রত্যাশী। সোমবার সকাল ১০টায় তাদের কর্মসূচি শুরু হয়। পরে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের আশ্বাসে দুপুর দেড়টার দিকে তারা ওঠে যান।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০১২-১৩ সালে নয় জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে আদালত ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাতিলকৃত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ ও তাদের নিয়োগের দাবি আন্দোলনকারীদের।

আন্দোলনে অংশ নেয়া খায়রুল হক বলেন, ‘২০১৩ সালের এপ্রিলে আমরা পরীক্ষা দিই, জুলাইয়ে ফলাফল প্রকাশ পায়। এরপর জুলাই থেকে দুই মাসব্যাপী মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু অজানা কারণে ওই পরীক্ষা বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তারা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।’

খায়রুল হক বলেন, ‘ওই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আমরা আদালতে রিট আবেদন করি। রিট আবেদনের শুনানি শেষে ২০১৫ সালের ১৫ এপ্রিল আদালত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ৬০ কর্মদিবসের মধ্যে আগের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উত্তীর্ণদের নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দেয়। কিন্তু তা অমান্য করে ৬৫৪ দিন দেরি করে আদালতের ওই নির্দেশনার বিরুদ্ধে আপিল করে স্বাস্থ্য অধিদপ্তর।’

আন্দোলনকারী নেতা বলেন, ‘২০১৮ সালের ২ জানুয়ারি আমরা আপিলের রায় পাই। রায়ে আপিল আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখে আপিল বিভাগ। ওই রায়ের বিপক্ষে আবার রিভিউ আবেদন করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০১৮ সালের মে মাসে রিভিউতেও আগের রায়ই বহাল থাকে এবং বাতিল করা পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগ চূড়ান্ত করতে আদেশ দেয়া হয়। কিন্তু আজও তা পালন করা হয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা ঢাকা টাইমসকে বলেন, ‘ওনারা ওঠে গেছেন। ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন আর কিছু বলতে চাইছি না।’

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :