হাজীগঞ্জে ৭০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

চাঁদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস

চাঁদপুরের হাজীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার টোরাগড় গ্রামের মিয়াজী বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। আবুল কালাম মিয়াজী একই বাড়ির লোকতে আলী মিয়াজীর ছেলে।

নিহতের মেয়ের জামাই ফারুক হোসেন বলেন, ‘আমার শ্বশুর আবুল কালাম মিয়াজীর বিল্ডিংয়ের কাজ চলমান। নির্মাণ কাজের সময় একই বাড়ির মোস্তফা মিয়াজীর জায়গায় কিছু বালু পড়ে। এতে তার ছেলে রাকিব মিয়াজী ক্ষিপ্ত হয়ে আমার শ^শুরের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।’

‘এক পর্যায়ে সে আমার শ^শুরের জামার কলার ধরে মারধর শুরু করে। তার সঙ্গে রাকিবের চাচা দুলালসহ কয়েকজন মিলে তাকে মারপিট করেন। আমি ধরতে গেলে আমাকেও মারপিট করেন। আমাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর জানতে পারি, আমার শ^শুর মারা গেছেন।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত ডা. মো. আজাদুল হক বলেন, ‘হাসপাতালে আনার আগেই আবুল কালাম মিয়াজী মার গেছেন। আমরা হাসপাতাল থেকে পুলিশকে ফোন করেছি।’

নিহতের বড় মেয়ে সিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তারা আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন। এর সুষ্ঠু বিচার চাই।’

নিহতের ছেলে জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখার কর্মকর্তা ফয়সাল আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বার বার মূর্ছা যাচ্ছিলেন। কয়েকজন তাকে ধরে রাখতে দেখা গেছে।’

ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার এসআই সুমন বলেন, লাশের সুরতহাল তৈরি করে মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘আমি ও এএসপি সার্কেল (হাজীগঞ্জ) ঘটনাস্থলে আছি। বিষয়টি মর্মান্তিক। পরিবার মামলা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিবেদক/এআর)