উন্নয়নে বদলে গেছে পুরান ঢাকা: মেয়র

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারের নানামুখি উন্নয়নে পুরান ঢাকার চেহারা বদলে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে নগরবাসী পরিবর্তিত নতুন ঢাকা দেখতে পাবেন বলে জানান মেয়র। 

সোমবার বিকালে সিদ্দিকবাজার এলাকায় নির্মিতব্য মেয়র হানিফ মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এই কথা বলেন।

এ সময় মেয়র জানান, জরাজীর্ণ কমিউনিটি সেন্টারগুলো ভেঙে আধুনিকায়ন করা হবে।

নির্মিতব্য হানিফ মাল্টিপারপাস কমপ্লেক্স প্রসঙ্গে মেয়র খোকন বলেন, ‘অত্যাধুনিক এ কমপ্লেক্সে আধুনিক কমিউনিটি হল রুম, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কাউন্সিলর কার্যালয়, লাইব্রেরি, নারী ও পুরুষের জন্য পৃথক ব্যায়ামাগার, ইনডোর গেমস, ক্যাফেটেরিয়া, পার্কিং, লিফটসহ নানা সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। ডিএসসিসির নিজস্ব এক বিঘা জমির উপর কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৬১ কোটি টাকা।’

এসময় পুরান ঢাকার খলিল সরদার  কমিউনিটি  সেন্টার এবং শায়েস্তাখান কল্যাণ কেন্দ্রেও এ ধরনের অত্যাধুনিক কমিউনিটি কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানান মেয়র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী মীর সমীর, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ করপোরেশেনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/আরকে/জেবি)