এক কবি ও তিন লেখক পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৮

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ পাচ্ছেন চার কবি ও লেখক। তারা হলেন- কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধে আফসান চৌধুরী।

সোমবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী তাদের নাম ঘোষণা করেন।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য একাডেমির একটি পরিষদ আছে। একাডেমির নীতিমালা মেনেই সাহিত্য পুরস্কার দেওয়া হয়।’

‘২০১৮ সালের সাহিত্য পুরস্কারে নীতিমালা অনুযায়ী দশটি বিভাগে একাডেমির ২৫ জন ফেলো তাদের মনোনয়ন প্রদান করেছেন। মনোনয়নের পরিপ্রেক্ষিতে সাতজন বিচারক পুরস্কারপ্রাপ্তদের বাছাই করেন।’

এসময় বাংলা একাডেমির সচিব আব্দুল মান্নান ইলিয়াস, একাডেমির পরিচালক, উপপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকরা সম্মাননা, ক্রেস্টসহ নগদ দুই লাখ টাকা পাবেন। পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ডিআর/এজেড/ডিএম

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :