ফরিদপুরে প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৪৬

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের কর্মসংস্থানে সহায়তা করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে ফরিদপুরে।

এই কোর্সের আওতায় দেশের ছয়টি জেলায় (রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুর) একযোগে গত রবিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফরিদপুরের কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস জানান, প্রতিটি কোর্সে ২০ জন প্রতিবন্ধী ২০ দিনব্যাপী এই কোর্সে অংশ নিতে পারবেন। তিনি বলেন, এই প্রকল্প আগামী ২০২০ সাল পর্যন্ত সারাদেশে চলবে।
সনৎ কুমার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি করে দেশ গঠনে তাদের অংশ নেওয়ার জন্যই সরকারের এই উদ্যোগ।

ফরিদপুরের এই কম্পিউটর কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে রয়েছেন আশরাফুল ইসলাম এবং প্রশিক্ষক আক্তার হোসেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি)