রাজবাড়ী জেলা যুবদল সভাপতির পদত্যাগ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ২১:২১

রাজবাড়ী প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজবাড়ী জেলা যুবদলের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন আবুল হাসেম সুজন। সোমবার দুপুরে রাজবাড়ী পৌর ইউ মার্কেটে তার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন না করতে অনুরোধ জানান এই ব্যবসায়ী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের ছাত্রজীবন থেকে রাজনীতি সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দ্বায়িত্ব পালন করেন। ২০০৪ সালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ১/১১ এর সময়ে জেলা যুবদলের মূল স্রতধারার দায়িত্ব পালন করেন। ২০১১ সালে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সম্পাদক এবং ২০১২ সাল থেকে দুই মেয়াদে জেলা যুবদলের সভাপতির পদে দায়িত্ব পালন করেন। পাশাপশি বিএনপির কোষাধ্যক্ষ পদেও রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে জেলা যুবদলের সেক্রেটারি রেজাউল করিম বলেন, রাজনীতি থেকে কারো পদত্যাগ তার নিজস্ব ব্যাপার। তাতে যুবদলের রাজনীতির কোনো ক্ষতি হবে না।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি)