বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৪১ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:২৩
ফাইল ছবি

আবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাবু নামে আরেক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর সাত দিন আগে আরো দুইজনকে গুলি করে হত্যা হয়।

উপজেলার ধর্মগড় ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মরাধার গ্রামের একরামুল হকের ছেলে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

স্থানীয়রা জানায়, ভারতের পানিপথ এলাকার নারায়ণ চন্দ্রের ইটভাটায় শ্রমিকের কাজ করছিল বাবু। কাজ শেষে বিকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে বাবু। ওই সময় বাংলাদেশের ধর্মগড় ও জগদল সীমান্তের ৩৭৩/২-এস বিপরীতে ভারতের শ্রীপুর বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে ওই যুবক নিহত হয়। তার মরদেহ সীমান্ত কাটা তারের বেড়ায় ঝুলেছিল।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, খবর জেনেছি। তবে এ বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যকার পতাকা বৈঠক ডাকা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে জাহাঙ্গীর আলম বিএসএফের গুলিতে নিহত হন। এর চার দিন পর হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে জেনারুল হক নামে আরেক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :