২০১৫ সালে ৫০ হাজার কোটি টাকা ‘পাচার’

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে ২০১৫ সালে প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচারের তথ্য ওঠে এসেছে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ওই এক বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫৯০ কোটি ডলার, যা টাকার হিসাবে প্রায় ৫০ হাজার কোটি।

সোমবার প্রকাশিত সবশেষ প্রতিবেদনে ১৪৮টি উন্নয়নশীল দেশের টাকা পাচারের চিত্র তুলে ধরেছে জিএফআই। সংস্থাটি বলছে, উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ২০ ভাগই পাচার হয়েছে নানা কৌশলে।

সংস্থাটি জানায়, ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৯ কোটি ডলার বা পাঁচ লাখ ৩০ হাজার কোটি টাকা। ২০১৪ সালে দেশ থেকে পাচার হয় ৮৯৭ কোটি ডলার। অংকের হিসাবে ২০১৫ সালে এর পরিমাণ কমলেও জিএফআই বলছে, এটি আনুমানিক হিসাব। প্রকৃত পাচারের পরিমাণ আরও বেশি হতে পারে।

পাচারের পাশাপাশি, ২০১৫ সালে অবৈধভাবে দেশে ২৮০ কোটি ডলার আসার তথ্যও দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদন অনুসারে, টাকার অংকের দিক দিয়ে ২০১৫ সালে অর্থপাচারে শীর্ষ ৩০ দেশের একটি ছিল বাংলাদেশ। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি)