ডেমরায় কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪৪

ডেমরা প্রতিবেদক

রাজধানীর ডেমরায় আজাদুল রানা নামে ১৩ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটার দিকে পূর্ব ডগাইর মদিনাবাগ জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজাদুল রানা ওই বাড়ির ভাড়াটিয়া ও পাবনার আতাইকুলা থানার মাতপুর গ্রামের জানে আলমের ছেলে।  

পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে সোমবার রাতে মৃতের বাবা ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
 
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘রানা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানায়। তাকে বাড়ির ওঠানে শোয়ানো অবস্থায় উদ্ধার করা হয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা থানার পরিদর্শক আবু হানিফ বলেন, ‘রানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। প্রায় সে নেশাগ্রস্ত থাকতো। নেশার টাকার জন্য চুরিসহ পরিবারে নানা অশান্তি সৃষ্টি করতো। পরিবারের লোক শাসন করলে প্রতিনিয়ত আত্মহত্যার হুমকি দিতো।’

‘সোমবার দুপুরে তার মা-বাবা কাজের জন্য বাইরে ছিল। এই সুযোগে নিজের ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে করেছে বলে জানতে পেরেছি। ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা তার মা-বাবাকে খবর দেয়। পরে তারা মরদেহ নামিয়ে ওঠানে রাখেন।’

ঢাকা টাইমস/২৯ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ