ফোনের পুরোটাই ডিসপ্লে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১০:৩৫

ডিসপ্লেতে নচ প্রযুক্তিকে বিদায় জানিয়ে বাজারে এল হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর ভিউ ২০। এই ফোনের পুরোটাই ডিসপ্লে। এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

সম্প্রতি প্যারিসের বাজারে ফোনটি অবমুক্ত করা হয়েছে। ইউরোপের বাজারে হনর ভিউ ২০ ফোনের দাম ৫৬৯ ইউরো। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ফোনটি চীনের বাজারে এসেছিল। এবার নাম বদলে চীনের বাজারে ফোনটি ছাড়া হলো।

ফোনটিতে আছে কিরিন ৯৮০ চিপসেট। সঙ্গে থাকছে টার্বো ২.০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

৬ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি রম ব্যবহৃত হয়েছে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভার্সনেও ফোনটি পাওয়া যাবে। তিনটি আলাদা রঙে ফোনটি পাওয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে সনির আইএমএক্স ৫৮৬ সেন্সর। এটি বিশ্বের প্রথম ৪৮ মেগাপিক্সেলের স্মার্টফোন সেন্সর। সঙ্গে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সর। সেলফি ক্যামেরা ২৫ মেগাপিক্সেলের। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :