ফেসবুক হারিয়ে ইনস্টাগ্রামে আইরিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬
ইনস্টাগ্রামে এই ছবি দুটি শেয়ার করেছেন চিত্রনায়িকা আইরিন

কয়েকদিন আগে হ্যাক হয়ে যায় চিত্রনায়িকা আইরিনের ফেসবুক অ্যাকাউন্টটি। কিন্তু সোশ্যাল মিডিয়া একবার যাদের পেয়ে বসে, তারা কি আর এই দুনিয়া ছাড়া ভালো থাকতে পারে। তাইতো নিজের ফেসবুক হারিয়ে এখন সামাজিক যোগাযোগের আরেক জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে সক্রিয় হয়েছেন নায়িকা। সেখানে বোল্ড ছবি শেয়ার করে ভড়কে দিচ্ছেন ভক্তদের।

গত ২৬ জানুয়ারি হ্যাক হয় আইরিনের ফেসবুক অ্যাকাউন্টটি। নায়িকা জানান, আইডিটি সক্রিয় থাকলেও সেটির মালিকানা তার হাতে নেই। চালাচ্ছেন অন্য কেউ। সেখান থেকে আবার আইরিনের পরিচিতদের সঙ্গে চ্যাট করে টাকা পয়সা চাওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আইরিন পরের দিন একটি সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সবাইকে এ বিষয়ে সতর্ক করেন।

একই কথা নায়িকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেন। পাশাপাশি পোস্ট করেন কয়েকটি বোল্ড ছবি। তার একটিতে তাকে সুইমিংপুলে সুইমস্যুটে দেখা গেছে। সেই ছবির নিচে ভক্তদের অনেকে আইরিনকে ‘আবেদনময়ী’ উল্লেখ করে মন্তব্য লিখেছেন। এর আগে অবশ্য ফেসবুকেও নায়িকা এমন অনেক বোল্ড ছবি পোস্ট করেছেন। কিন্তু সেগুলো এখন দেখছে হ্যাকাররা।

২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন আইরিন। ওই ছবিতে তার নায়ক ছিলেন আরেফিন শুভ। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’ ও মায়াবিনী’সহ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। বর্তমানে তার হাতে রয়েছে ‘পদ্মার প্রেম’ ও ‘সেইভ লাইভ’ নামে দুটি ছবির কাজ।

ঢাকা টাইমস/২৯ জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :