মাদক রাখতে না দেয়ায় বাড়িতে আগুন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

মাদকদ্রব্য রাখতে না দেয়ার কারণে রাজশাহীতে একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুনে পুরো বাড়িটি পুড়ে গেছে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাড়িটির মালিকের নাম জালাল উদ্দিন। সোমবার বিকালে এলাকার দুই যুবক বাড়িতে ফেনসিডিল রাখতে চান। এতে বাধা দেন বাড়ির লোকজন। তখন মাদক ব্যবসায়ীরা বাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। পরে রাতেই আগুনের ঘটনা ঘটে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, বাড়িতে মাদক রাখতে না দেয়ার কারণে অগ্নিসংযোগ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :