ভারতে পাচারকালে ১৮ পিস স্বর্ণবার জব্দ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভারতে পাচারকালে সাতক্ষীরা থেকে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি কুঠিবাড়ি বাঁশবাগান এলাকা থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। সীমান্তের কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা স্বর্ণের একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি জব্দ করে তার ভেতরে থাকা ১৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। জব্দ করা এসব স্বর্ণের বাজার মূল্য ৮৮ লাখ টাকা বলে জানান তিনি।
ঢাকা টাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/এমআর