দিনাজপুর হাবিপ্রবি

ক্লাস-পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

দিনাজপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:২২

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বেতন বৈষম্যের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে প্রায় আড়াই মাস ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষকরা। এর প্রতিবাদে প্রশাসনিক ভবন ও ড. ওয়াজেদ ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে দুই ভবনে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নেন। এতে আটকা পড়েন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বে যথাসময়ে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছেন না তারা। ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে তাই তালা ঝুলিয়েছেন।

গত বছরের ১৪ নভেম্বর বেতন বৈষম্য নিয়ে সহকারী অধ্যাপকদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে পরদিন থেকেই সহকারী অধ্যাপকরা বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে ক্লাস-পরীক্ষা গ্রহণ আজ পর্যন্ত বিরত রয়েছেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :