আলফাডাঙ্গায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটকরা হলেন- রুবেল শেখ ও নুর আলম শেখ। তাদের বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়। রুবেল শেখের বাড়ি উপজেলার গোয়ালচামট ও নূর আলমের বাড়ি উপজেলার ঝিলটুলী।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে রুবেল শেখ ও নূর আলম শেখ ডিবি পুলিশ পরিচয়ে আলফাডাঙ্গা সরকারি কলেজ রোডের বাসিন্দা সৌদি প্রবাসী নাজিম শেখের বাড়িতে প্রবেশ করে। পরে তারা সৌদি থেকে অবৈধ স্বর্ণের বার আনার অভিযোগ তুলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে কথাবার্তায় সন্দেহ হলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম ঢাকা টাইমসকে বলেন, ‘রুবেল ও নুর আলম নামে দুইজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :