পাঁচ হাজার ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৯

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৫তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ৫৪ রান করেন তামিম। এ ইনিংসের মাধ্যমে এ ফরম্যাটে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন তামিম।

বিপিএলের আজকের ম্যাচ খেলতে নামার আগে ১৮৬ ম্যাচের ১৮৫ ইনিংসে তামিমের রান ছিল ৪৯৭৫। ৫৪ রানের ইনিংস খেলে নিজের রানকে ৫০২৯এ নিয়ে গেলেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরির মালিক তামিমের ব্যাটিং গড়- ২৯ দশমিক ৫৮।

এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ৩৬৫ ম্যাচে ২১টি সেঞ্চুরি ও ৭৬টি হাফ-সেঞ্চুরিতে ১২১৯২ রান রয়েছে এই ব্যাটিং দানবের। (ঢাকাটাইমস/২৯জানুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :