ময়মনসিংহে বোর চাষে বাধা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:১৯

ময়মনসিংহে চাষাবাদ করতে কৃষককে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। জেলার হালুয়াঘাটে দুর্বৃত্তচক্র সাধারণ কৃষকদের সেচ কাজে বিঘ্ন সৃষ্টি করছে।

অভিযোগের প্রেক্ষিতে দেখা গেছে, উপজেলার কৈচাপুর ইউনিয়নের রুহীপাগারিয়া ২৫নং গভীর নলকূপের প্রায় ২৮ ইঞ্চি ব্যাসার্ধ ৬৪০ মিটার দৈর্ঘ্য প্লাস্টিকের পাইপ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই গ্রামের প্রায় দুই হাজার কৃষকের বোর আবাদের সেচ কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

প্লাস্টিকের পাইপ ব্যবহার করে এ এলাকার প্রায় পাঁচশত একর বোর আবাদের মাঠে পানি সেচের জন্য ব্যবহার করছিলেন কৃষকরা।

গত শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত প্লাস্টিকের পাইপটির বিভিন্ন স্থানে কেটে ফেলে। ফলে বোর আবাদের মাঠে স্থানীয় কৃষকদের সেচ কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানায়, শনিবার রাতে কতিপয় দুর্বৃত্ত তাদের সেচ কাজে ব্যবহারিত পাইপটি বিভিন্ন স্থানে কেটে ফেলে। বর্তমানে তারা বোর আবাদেও মাঠে পানি দিতে পাচ্ছেন না।

রুহীপাগারিয়া ২৫নং গভীর নলকূপের ম্যানেজার মির্জা আবুল বাশার বলেন, ‘কয়েকজন দুর্বৃত্তের উৎপাতে সাধারণ কৃষকদের সেচ কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত শনিবার রাতে সেচ কাজে ব্যবহারিত পাইপটি কেটে ফেলে। তিনি কৃষকদের সুবিধার জন্য ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকার পাইপ ক্রয় করে দিয়েছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার হালুয়াঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :