দুপুরে মুখোমুখি ঢাকা-চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১০:০১

ঘরের মাঠে আসার পর যেন শনির দশা ভর করেছে চিটাগং ভাইকিংসের ওপর! প্রথম সাত ম্যাচের ছয়টিতে জেতা দলটি চট্টগ্রামে এসে টানা তিনটিতে হেরেছে। ঢাকা ডায়নামাইটসেরও একই অবস্থা। শেষ তিন ম্যাচে জয়হীন তারাও। ১০ ম্যাচে ১২ পয়েন্ট থাকায় এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি ভাইকিংসের। কাজেই ঢাকার বিপক্ষে তাদের জয়টা খুব প্রয়োজন। দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য আশাবাদী, ‘আমাদের হাতে এখনও দুটি ম্যাচ বাকি আছে। সর্বোচ্চ চেষ্টা করব যেন জয়ের ধারায় ফিরতে পারি।’

এক ম্যাচ কম খেলা ডায়নামাইটসের পয়েন্ট ১০। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে তাদেরও। আগের দেখায় চিটাগংয়ের কাছে হেরেছিল তারা। কাজেই আজের ম্যাচটি তাদের জন্য প্রতিশোধেরও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। এরপর সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :