প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে ২৪ জানুয়ারি বেলা ১১টায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার এ কে এম আশরাফুল হক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব সায়েন্সের ডিন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুকও উপস্থিত ছিলেন।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস ডিন প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে সূচনা বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :