ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ধর্ষিতার ছেলের ব্যয়ভার সরকারের, পিতৃপরিচয় ধর্ষকের

মাগুরা প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:২৯

ধর্ষণের শিকার মাগুরার মহম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের এক নারীর গর্ভে জন্ম নেওয়া ছেলেসন্তানের ২১ বছর পর্যন্ত জীবনযাপনের ব্যয়ভার সরকারিভাবে বহনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ধর্ষণের দায়ে একই গ্রামের সিরাজ মোল্যার ছেলে মাসুদ মোল্যাকে যাবজ্জীবন কারাণ্ড দিয়ে তার পিতৃপরিচয়েই ওই সন্তান বড় হবে বলেও আদেশ এসেছে।

চাঞ্চল্যকর ওই ধর্ষণ মামলায় বুধবার একমাত্র আসামি মাসুদকে যাবজ্জীবন কারাণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাণ্ড দিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস।

রাষ্ট্রেপক্ষের আইনজীবী আবু বক্কার জানান, ২০১০ সালের ১৩ অক্টোবর রাতে দরজা ভেঙে ওই নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন মাসুদ মোল্লা। প্রথমে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা চলে। ধর্ষিতা অন্তঃস্বত্তা হয়ে পড়লে মাসুদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে গড়িমসি করায় ২০১১ সালের ৪ মে মাসুদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন ওই নারী। ইতোমধ্যে ছেলেসন্তানের জন্ম দেন তিনি, যার পিতৃত্বও অস্বীকার করেন মাসুদ। এ বিষয়ে ডিএনএ পরীক্ষার আদেশ দেন আদালত। ডিএনএ পরীক্ষায় মাসুদ মোল্যার বিরুদ্ধে ওই সন্তানের পিতৃত্বসহ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। মামলাটিতে আটজনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :