অভিযোগ দিয়ে ফুল-মিষ্টি পেল প্রতিবন্ধী ভিক্ষুক

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:২৪

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রতিবন্ধী ও ভিক্ষুক সাবান মন্ডল (৬৫) থানায় অভিযোগ দিতে গিয়ে শুভেচ্ছা হিসেবে পেয়েছেন ফুল ও মিষ্টি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজ হাতে তাকে মিষ্টিমুখ করান।

আজ বুধবার দুুপুরে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী সাবান মন্ডল মিরপুরের ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকার মৃত আলেপ মন্ডলের ছেলে।

ওসি আবুল কালাম জানান, ‘সাবান মন্ডল তার এলাকার হানিফ মোল্লার কাছে টাকা পান। হানিফ টাকা না দেওয়ায় তিনি থানায় অভিযোগ করতে আসেন। অভিযোগ নেওয়ার আগে তাকে পুলিশ সপ্তাহের শুভেচ্ছা হিসেবে মিষ্টি খাওয়ানো হয়।’

সাবান মন্ডলের অভিযোগ নেয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘দ্রুত তার অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’
পুলিশের কাছ থেকে এমন আচরণে মুগ্ধ প্রতিবন্ধী সাবান মন্ডল জানান, ‘পুলিশের কাছে গেলেই নাকি টাকা লাগে এমনটা জানতাম। আজ অভিযোগ করতে গিয়ে আমি পুলিশের পক্ষ থেকে ফুল ও মিষ্টি পেয়েছি। প্রতিবন্ধী ও একজন ভিক্ষুককে তারা সম্মান করেছে। আমার অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে।’

প্রতিবন্ধী ও ভিক্ষুক সাবান মন্ডলকে ফুল ও মিষ্টি দেওয়ার সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, ডিউটি অফিসার এএসআই খাদিজা, এসআই আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/মোআ)